চলন্ত বাসে যৌন নিপীড়ন: চালকের সহকারী ২ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর এলাকায় চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার বিকাশ পরিবহনের সেই বাসচালকের সহকারী কাউসার আহমেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরফাতুল রাকিব এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসিবুজ্জামান আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, যৌন নিপীড়নের সঙ্গে কাউসার সরাসরি জড়িত। যে কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

কাউসারের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। গতকাল সন্ধ্যায় আশুলিয়া থেকে পুলিশের একটি দল কাউসার আহমেদকে গ্রেপ্তার করে।

Comments

The Daily Star  | English

Cheques of Tk 2.25cr seized from expelled SAD leader Riyad's house

Process to file a case with Kalabagan Police Station is underway

2h ago