আরও ২ সপ্তাহ জাপানি মায়ের সঙ্গে থাকবে ২ শিশু: সুপ্রিম কোর্ট

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

নাকানো জেসমনি মালিকা (১১) ও নাকানো লায়লা লিনা (৯) আরও ২ সপ্তাহ তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর কাছে থাকবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ রোববার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই নির্দেশনা দেন।

হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে এরিকো নাকানো তার সন্তানদের নিজের হেফাজতে পাওয়ার জন্য আবেদন করলে শুনানিকালে এই নির্দেশনা দেন আদালত।

আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি নূরুজ্জামান বলেন, 'প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত।'

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এখন হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

গত ৩ জানুয়ারি আদালত নাকানো জেসমনি মালিকা ও নাকানো লায়লা লিনাকে ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকার নির্দেশনা দিয়েছিলেন।

আদালত আরও বলেন, এই নির্ধারিত তারিখের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ তার ২ সন্তানকে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখতে যেতে পারবেন। পাশাপাশি শিশুদের স্কুলে যেতে দিতে হবে।

Comments