৪৮ ঘণ্টার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্ট শ্রমিক সংহতির

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক সংহতি।
গতকাল শ্রম ভবনে ত্রিপক্ষীয় বৈঠকে ১৯ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করে সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু আজ এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত অমানবিক এবং শ্রমিকদের সঙ্গে পরিহাসের সামিল। শেষ মুহূর্তে বোনাস পেয়ে শ্রমিকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনারও সময় পাবেন না।
পোশাক শ্রমিকদের মধ্যে কাজ করা সব সংগঠনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক না ডেকে সরকার এবং মালিকদের পছন্দের নেতৃবৃন্দকে নিয়ে শ্রমিকের স্বার্থবিরোধী সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, ঈদের পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকার লকডাউনে সকল কলকারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত বছর থেকে আমরা দেখেছি উৎপাদন বন্ধ থাকায় কারখানা লে-অফ ঘোষণা, শ্রমিকদের ৬৫ ভাগ বেতন দেওয়া এবং বিপুল সংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।
কারখানা বন্ধ থাকলে মালিক-সরকার-বায়ার মিলে শ্রমিকদের দায়িত্ব নেওয়ার দাবি জানিয়ে শ্রমিক নেতারা বলেন, প্রয়োজনের সময় বাড়তি শ্রমিক নিয়োগ না দিয়ে অল্প শ্রমিকদের ওপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া যাবে, আর ঈদের ছুটির সঙ্গে এক সপ্তাহ ছুটি বর্ধিত হলে তাদের দায়িত্ব নেওয়া যাবে না—এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
Comments