নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা
নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার, নিরাপদ সড়ক ও বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে ধানমন্ডির-২৭ এ সড়ক অবরোধ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১টার দিকে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানান, পুলিশ তাদের ফার্মগেটের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আন্দোলন করতে না দেওয়ায় বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা ধানমন্ডিতে জড়ো হয়ে তাদের আন্দোলন শুরু করেন।
এ সময় তারা নিরাপদ সড়ক চাই, ন্যায়বিচার চাই, হাফ পাস আমাদের অধিকার, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অন্যান্য দিনের মতো আজও শিক্ষার্থীদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে। বেশিরভাগ পাবলিক বাসের লাইসেন্স চেক করছেন তারা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া দুপুর দেড়টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর ২টা ৪৫ মিনটের দিকে তারা রাস্তা থেকে সরে যান।'
একই দাবিতে রামপুরা সেতুতে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী।
Comments