তেঁতুলতলা মাঠে হচ্ছে না থানা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নাগরিক প্লাটফর্মের

তেঁতুলতলা মাঠে নাগরিক প্লাটফর্ম। ছবি: সুমন আলী/স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এমন সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ নাগরিক প্লাটফর্ম।

এমন যুগপৎ সিদ্ধান্ত নেওয়ায় আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তেঁতুলতলা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলার সময় তারা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাও জানানো হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, রাশেদা কে. চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, সৈয়দা রত্না, প্রমুখ।

এ সময় জাফরুল্লাহ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা দক্ষিণের মেয়রের প্রতি অনুরোধ জানান মাঠটিকে পরিষ্কার করে শিশুদের খেলার উপযোগী করে দিতে। এর কাজে গণস্বাস্থ্য সহযোগিতা করবে বলেও যোগ করেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, 'এই মাঠটিকে একটি আধুনিক মাঠ করার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন স্থপতিদের সংগঠন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তা করবে।'

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তা আবারো প্রমাণ করলেন। শিশু ও এলাকাবাসীর কথা বিবেচনা করে মাঠটি ছেড়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।'

তিনি বলেন, 'ঈদের পর এই মাঠে এলাকাবাসীসহ সবাইকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হবে।'

মাঠ রক্ষা আন্দোলনের কর্মী সৈয়দা রত্না বলেন, 'আমার বিশ্বাস ছিল এই বিষয়টি প্রধানমন্ত্রীর কানে গেলে আমরা মাঠটি ফিরে পাব। প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক ভালোবাসা। মাঠ রক্ষায় যারা কাজ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা।'

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

4h ago