চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাবিব গ্রুপের রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রেখে কারখানার সামনে সড়ক অবরোধ করেছেন।
এসময় একদল শ্রমিক বিক্ষুব্ধ হয়ে কারখানার আসবাবপত্র ভাঙচুর করে বলে পুলিশ জানিয়েছে।
শিল্প পুলিশের চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) (প্রশাসন ও উন্নয়ন) জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এসময় একদল শ্রমিক কারখানার ভেতরের আসবাবপত্র ভাঙচুর করেন।
স্থানীয় পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান তিনি। স্থানীয় পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ এর একটি টিম ঘটনাস্থলে আছে এবং শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলছেন।
বোয়ালখালীর ওসি আব্দুল করিম বলেন, দুপুর ১২টার দিকে আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে আবার যান চলাচল শুরু করি।
ওই কারখানায় প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন।
Comments