খুলনায় শ্রমিকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আটক ৫

ছবি: সংগৃহীত

খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধনে পুলিশের বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ।

মানববন্ধনে অংশ নেওয়া ৫ জন পাটকল শ্রমিককে আটক করেছে পুলিশ। খুলনা নগরীর খান জাহান আলী থানার আটরা গিলাতলা এলাকায় আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ মানববন্ধন ছিল। আমাদের প্রধান দাবি, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল সরকারি ব্যবস্থাপনায় চালু ও ঈদের পূর্বে বকেয়া পাওনা পরিশোধ করা।'

'সে দাবিতেই শ্রমিকরা মানববন্ধন করছিল। এ সময়ে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং লাঠি চার্জ করে। পরে সেখান থেকে ৫ জনকে আটক করে নিয়ে যায়,' বলেন তিনি।

তিনি আরও বলেন, '২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিদের এরিয়ারসহ সকল বকেয়া ক্ষতিপূরণ এককালীন পরিশোধ করা, ২০১৯ সালের ৬ সপ্তাহের বকেয়া মজুরি ও ২০২০ সালের ঈদুল আজহার বোনাসসহ পূর্ববর্তী ৫ বছরের উৎসব বোনাসের ডিফারেন্স এবং জুলাই ২০২০-এর ইনক্রিমেন্টসহ ২দিনের মজুরি পরিশোধ করতে হবে। কিন্তু আমাদের এই দাবি সরকার মানছে না। তার ওপর শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে।'

পাট-সূতা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের খুলনা যশোর অঞ্চলে আহ্বায়ক হারুন অর রশিদ মল্লিক, শ্রমিক নেতা আব্দুর রশিদ, আমিনুল ইসলাম, আব্দুল মজিদসহ ৫ জনকে আটক করে খানজাহান আলী থানায় নিয়ে যায়।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস (ওসি) দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মানববন্ধনের অনুমতি ছিল না।'

তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago