শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক মঙ্গলবার
শ্রীলঙ্কায় বর্তমান অর্থনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে আগামী ১৯ জুলাই একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার।
সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে এই বৈঠক হবে।
এর আগে শ্রীলঙ্কার বর্তমান সংকটময় পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ দাবি করে তামিলনাড়ুভিত্তিক রাজনৈতিক দল দ্রাবিড় মুনেত্র কড়গম ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম।
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতিতে শরণার্থী সমস্যা তৈরি হতে পারে বলে উদ্বেগ জানান তারা।
চূড়ান্ত আর্থিক সংকটের কারণে কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে অস্থিতিশীল পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। শ্রীলঙ্কা ইতোমধ্যেই বিদেশী ঋণের অর্থ প্রদান স্থগিতের ঘোষণা দিয়েছেন। আর্থিক সংকটের মুখে দেশটির আমদানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, জ্বালানি, রান্নার গ্যাস এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসেরও সংকট শুরু হয়েছে।
জরুরি জ্বালানি সরবরাহের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারত এই বছর শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
Comments