রেকর্ড বৃষ্টিতে প্লাবিত দিল্লি বিমানবন্দর

রেকর্ড বৃষ্টির পর ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ প্লাবিত হয়েছে। ৪৬ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতে শহরজুড়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ছবি: সংগৃহীত

রেকর্ড বৃষ্টির পর ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ প্লাবিত হয়েছে। ৪৬ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতে শহরজুড়ে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে।

আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিজ্যুয়ালে দেখা গেছে, আংশিক প্লাবিত বিমানবন্দরের মেঝেতে বিমান দাঁড়িয়ে রয়েছে। খারাপ আবহাওয়া বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।

'আকস্মিক বৃষ্টির' কারণে বিমানবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে জানিয়ে এক টুইট বার্তায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে, 'বিষয়টি সমাধান করা হয়েছে।'

১৯৭৫ সালের পর এবারই প্রথম দিল্লিতে বৃষ্টিপাত ১ হাজার মিলিমিটার ছাড়িয়ে গেছে।

Comments

The Daily Star  | English

A corrupt taxman and his 'blessed' in-laws

Faisal, his relatives undervalued their properties in official documents, claims ACC

10m ago