রাহুল গান্ধী আটক

ছবি: এনডিটিভি থেকে নেওয়া

দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আটকের আগে কংগ্রেস নেতা বলেন, 'ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্রের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।'

এনডিটিভি বলছে, কংগ্রেস আর্কাইভ থেকে একটি সাদা-কালো ছবির পাশাপাশি রাহুল গান্ধীর ছবি টুইট করা হয়েছে। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একইভাবে প্রতিবাদ করেত দেখা যাচ্ছে।

দলীয় টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, 'ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে।'

রাহুল গান্ধী বলেন, আমি মূল্যবৃদ্ধি, বেকারত্বের বিরুদ্ধে, জনগণের হয়ে প্রতিবাদ করছি। তিনি সেখানে একা বসে ছিলেন। কারণ তার সঙ্গে থাকা অন্যদের আগেই আটক করা হয়। এসময় তাকে ফোন বের করে পুলিশ সদস্যদের ছবিও তুলতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অচলাবস্থার পর কংগ্রেসের এই নেতাকে পুলিশ আটক করে এবং তাকে অন্য নেতাদের সঙ্গে বাসে তুলে দেওয়া হয়।

এদিকে দিল্লিতে তার মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) ছিলেন। সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ইডি কার্যালয়ে যান। বিক্ষোভে যোগ দেওয়ার আগে রাহুল গান্ধীও সেখানে গিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Any wrong decision could allow the return of 'fascist' forces: Tarique

'Fascism, extremism and radicalism could rise,' says BNP acting chief

49m ago