বিদায় ‘কলারওয়ালি’!

কলারওয়ালি। ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতীয়দের কাছে পরিচিত 'কলারওয়ালি' হিসেবে। আর বিশ্ববাসীর কাছে তার পরিচয় 'সুপারমম'। আসলে এটি একটি বাঘিনীর ডাকনাম।

১৬ বছরের বেশি বয়সী এই বাঘিনী ২৯টি শাবক জন্ম দিয়ে সবার কাছে জনপ্রিয়তা পায়। তাই তার মৃত্যুর সংবাদ বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে।

ছবি: টুইটার থেকে নেওয়া

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভারতের মধ্যপ্রদেশে পেঞ্চ টাইগার রিজার্ভ পার্কে বার্ধক্যজনিত জটিলতায় গত শনিবার সন্ধ্যায় মারা যায় 'কলারওয়ালি'।

পার্কের প্রধান অশোক কুমার মিশ্র গতকাল গণমাধ্যমকে জানান, ২০০৮ সালে বাঘিনীটির গলায় প্রথম রেডিও-কলার বসানো হলে একে 'কলারওয়ালি' হিসেবে ডাকা শুরু হয়।

ছবি: টুইটার থেকে নেওয়া

অশোক বলেন, '১৬ বছর বয়সের বেশি এই বাঘিনী ২৯টি শাবক জন্ম দিয়েছে। যা সত্যিই দুর্লভ। এগুলোর মধ্যে ২৫টিকে সফলভাবে পালনও করেছে সে। এ কারণে হয়তো পরিবেশপ্রেমীদের কাছে সে "সুপারমম"-র খ্যাতি পেয়েছে।'

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রিজার্ভ পার্কে সবচেয়ে বড় আকর্ষণ ছিল 'কলারওয়ালি'। বিশ্বের সব বাঘ-বাঘিনীর মধ্যে তার ছবিই সবচেয়ে বেশি তোলা হয়েছে। তাই তাকে 'তারকা' তকমা দিলে অত্যুক্তি হবে না, আশা করি।

ছবি: টুইটার থেকে নেওয়া

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'কলারওয়ালি'র অন্ত্যেষ্টিক্রিয়ায় তার অনেক ভক্ত জড়ো হয়েছিলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় হিন্দু-রীতি মোতাবেক। দেওয়া হয়েছে ফুলের মালা। হাত জোড় করে জানানো হয়েছে বিনম্র শ্রদ্ধা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি প্রকাশিত হয়েছে গুরুত্বের সঙ্গে।

'কলারওয়ালি'র মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই বাঘিনীকে তিনি সম্বোধন করেছেন পেঞ্চ টাইগার রিজার্ভ পার্কের 'রানি' হিসেবে।

এই পার্কে ১৩০টির মতো বাঘ রয়েছে। সেখানে বাঘের সংখ্যা বৃদ্ধিতে 'কলারওয়ালি'র অবদান তাকে স্মরণীয় করে রাখবে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

20m ago