আসাম ও মেঘালয়ে বন্যা-ভূমিধসে ১ সপ্তাহে নিহত ৪২
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। রাজ্য ২টিতে বন্যা কবলিত হয়েছেন ৩০ লাখের বেশি মানুষ।
এ ছাড়াও, ত্রিপুরায় অন্তত ১০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে আসামে অন্তত ২৪ জন ও মেঘালয়ে ১৮ নিহত হয়েছেন। উদ্ধারকাজে সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে ত্রিপুরায় অন্তত ১০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তবে সেখানে কারো মৃত্যু হয়নি।
সরকারি সূত্র জানিয়েছে, গত ৬০ বছরে ত্রিপুরার রাজধানী আগরতলায় বৃষ্টিপাতের এটি তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। সেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয়ের চেরাপুঞ্জি ও মাওসিনরাম এলাকায় ১৯৪০ সালের মধ্যে বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় নিহতদের প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।
আসামে ৪ হাজারের বেশি গ্রাম বন্যা-কবলিত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, দেড় লাখের বেশি মানুষকে ৫১৪ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি জানতে ও কেন্দ্রের সহায়তা নিশ্চিত করতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মাকে ফোন দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments