পাকিস্তানের রেমিট্যান্স এক মাসে ৩ বিলিয়ন ডলার ছাড়াল

ছবি: এএফপি

প্রথমবারের মতো পাকিস্তানের রেমিট্যান্স এক মাসে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এতে আশা করা হচ্ছে, দেশটি এ বছর তার ৩০ বিলিয়ন ডলারের বার্ষিক রেমিট্যান্স লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।

আজ সোমবার ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান শুক্রবার জানায়, এপ্রিলে দেশটিতে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার। গত বছর একই মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ।

বৈদেশিক ঋণ ও বাণিজ্য ঘাটতির কারণে পাকিস্তানের রিজার্ভ ভঙ্গুর অবস্থায় চলে গেছে এবং বর্তমানে দেশটিতে ডলারের ঘাটতি গুরুতর আকার ধারণ করেছে।

২০২১ সালের আগস্ট থেকে দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্ধেকে নেমে এসেছে। তবে এরমধ্যে একমাত্র সুখবর হলো- দেশটিতে রেমিট্যান্স আসার হার ক্রমে বাড়ছে।

গত অর্থবছরের তুলনায় ২০২২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) পাকিস্তানের রেমিট্যান্স বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। এই ১০ মাসে দেশটিতে রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ১ বিলিয়ন ডলার। যা ৩০ বিলিয়ন ডলারের বার্ষিক রেমিট্যান্স লক্ষ্যমাত্রার কাছাকাছি।

Comments

The Daily Star  | English

Nationwide water transport strike disrupts cargo movement

Around 800 cargo vessels with 15 lakh tonnes of goods stranded across the country

18m ago