আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তুষারধসে অন্তত ১৯ জন নিহত

পাহাড়ী গিরিপথ অতিক্রম করে পাকিস্তান যায় আফগান নাগরিকরা। ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে পাকিস্তানের একটি দূরবর্তী পাহাড়ী গিরিপথ অতিক্রম করার সময় তুষারধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন তালেবান কর্মকর্তা। আজ সোমবার এই দুর্ঘটনাটি ঘটে। 

কাজের সন্ধানে বা ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাহাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য আফগান অবৈধভাবে পাকিস্তানে পাড়ি জমায়।

পূর্ব কুনার প্রদেশের তথ্যবিভাগের প্রধান নাজিবুল্লাহ হাসান আবদাল এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনো তুষারধসের ঘটনাস্থলে অনুসন্ধান করছেন।

'ইতোমধ্যে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে' বলে জানান তিনি।

আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত জুড়ে অবৈধ যানবাহন বেড়েছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে দেশটিকে একটি গুরুতর সংকটে ফেলেছে। 

পাকিস্তান পুরো ২ হাজার ৬৭০ কিলোমিটার (১ হাজারা ৬৬০ মাইল) সীমান্তজুড়ে বেড়া দেওয়ার চেষ্টা করছে। যেটি ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের কারণে ডুরান্ড লাইন হিসাবে পরিচিত। ডুরান্ড এটি প্রথম চিহ্নিত করেন। 

ব্যবসায়ী এবং চোরাচালানকারীরা বহু শতাব্দী ধরে অঞ্চলগুলো অতিক্রম করার জন্য এবং কর ফাঁকি দিতে দূরবর্তী আঁকাবাকা পার্বত্য গিরিপথ ব্যবহার করেছে। তবে মারাত্মক তুষারপাত এই এলাকায় সাধারণত ঘটনা।

২০১৫ সালে বিধ্বংসী ধারাবাহিক তুষারপাতে সারা দেশে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

Comments

The Daily Star  | English
36 Days of July revolution

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

13h ago