আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৯, আহত ১৫

ছবি: টোলো নিউজ

আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী শহর মাজার-ই-শরীফে ৩টি পৃথক বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় চারাই ট্রাফিক এলাকার একটি মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রাদেশিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি জানিয়েছেন, মাজার-ই-শরিফের পুলিশ ডিস্ট্রিক্ট (পিডি) ৫-এ প্রথম বিস্ফোরণটি ঘটে এরপর পিডি-১০-এ পরপর দুটি বিস্ফোরণ ঘটে। 

গণপরিবহনকে লক্ষ্য করে বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago