‘মা’ গ্রেপ্তার, নিমিষে পুঁজিবাজারে ২৬ বিলিয়ন ডলার হারালো আলিবাবা

ছবি: রয়টার্স

'নামে নামে যমে টানে'—বাংলার এমন প্রচলিত বাণী সত্য প্রমাণিত হলো চীন দেশে। সেখান 'মা' নামে এক ব্যক্তিকে হাংঝু শহর থেকে গ্রেপ্তারের সংবাদ প্রচারিত হওয়ায় অল্প সময়ের মাঝে হংকং পুঁজিবাজারে ২৬ বিলিয়ন ডলার খুইয়েছে জ্যাক মা'র মালিকানাধীন চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, গত মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়—জাতীয় নিরাপত্তার লঙ্ঘনের অভিযোগে হাংঝু শহর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার পদবি 'মা'।

হাংঝু শহরে আলিবাবার প্রধান কার্যালয়। সেখান থেকে 'মা' নামে একজনকে গ্রেপ্তারের সংবাদ প্রচারিত হওয়ার পর হংকং পুঁজিবাজারে ই-কমার্স প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমে যায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি বলেছে, 'চীনবিরোধী' প্রচারণায় অংশ নেওয়ার সন্দেহে গত ২৫ এপ্রিল গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 'হেফাজতে' নেওয়া হয়েছে।

সিএনএন'র প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভির এই এক বাক্যের সংবাদ চীনের নিজস্ব সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে হংকং পুঁজিবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে, কয়েক মিনিটের ব্যবধানে আলিবাবার শেয়ারের দাম ২৬ বিলিয়ন ডলারের মতো কমে যায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'গ্লোবাল টাইমস'র সাবেক প্রধান সম্পাদক হু শিজিং দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম 'উইবো'-য় সংবাদটিকে 'বিভ্রান্তিকর' হিসেবে উল্লেখ করে বলেন, আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা অথবা মা উন'র সঙ্গে 'মা' শব্দটি জুড়ে আছে।

এরপর সিসিটিভি দ্রুত তাদের সংবাদটি আপডেট করে।

সান দিয়াগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভিক্টর শিহ সিএনএন'কে বলেন, 'কে জানে, এটা কোনো সতর্ক বার্তা কিনা?'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago