এবার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া
জাপানে আঘাত করতে সক্ষম দূরপাল্লার নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেসিএনএ জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরীক্ষায় দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে।
তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অতীতে উত্তর কোরিয়ার ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এটি তা লঙ্ঘন করে না বলে জানানো হয়েছে।
কিন্তু এটি প্রমাণ করে যে, খাদ্য ঘাটতি ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও উত্তর কোরিয়া এখনও অস্ত্র তৈরিতে সক্ষম।
ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আমাদের রাষ্ট্রের নিরাপত্তায় আরও নির্ভরযোগ্য নিশ্চয়তা দিয়েছে। এটি শত্রু বাহিনীর সামরিক কৌশল কার্যকরভাবে প্রতিরোধে সহায়তা করবে, জানায় কেসিএনএ।
এটি উত্তর কোরিয়ার প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক বোমা বহনে সক্ষম বলে জানিয়েছেন বিশ্লেষক অঙ্কিত পান্ডে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো বলেছেন, তার সরকার এটি নিয়ে 'উদ্বিগ্ন' এবং এ বিষয়ে সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তারা কাজ করছে।
মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে, উত্তর কোরিয়া তাদের সামরিক কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে এবং দেশটি তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
Comments