‘সবচেয়ে শক্তিশালী’ ফোন গ্যালাক্সি নোট ৮ এর যত সুবিধা

Samsung Note 8

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সিরিজের সর্বশেষ ফোন নোট ৮। গত বছর নোট ৭ এর ব্যাটারির সমস্যা নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছিল স্যামসাংকে। সে দিক থেকেও স্যামসাংয়ের কাছে নোট সিরিজের সর্বশেষ এই ফোনের সফলতা ব্যর্থতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির দাবি অনুযায়ী, বাজারের সবচেয়ে শক্তিশালী ফোন গ্যালাক্সি নোট ৮।

গ্যালাক্সি নোট ৮ এর ঘোষণা এসেছে গত আগস্টের শেষ সপ্তাহে। দারুণ সব ফিচারের পাশাপাশি নোট ৮ এর সবচেয়ে বড় আকর্ষণ এর ৬.৩ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে। ঘোষণার সময় স্যামসাংয়ের পক্ষ থেকে দাবি করা হয়, বাজারের সেরাদেরও সেরা নোট ৮ এর ডিসপ্লে। এই ফোনেই স্যামসাং প্রথমবারের মত ডুয়েল ক্যামেরা ব্যবহার করেছে। ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরাই অপটিক্যালি স্ট্যাবিলাইজড। এছাড়াও সামনে ৮ মেগাপিক্সেল, অ্যাপারচার এফ ১.৭ ক্যামেরায় এইচডিআর সমর্থন করবে।

তবে এত সুবিধা সম্বলিত ফোনটি যে সস্তায় পাওয়া যাবে না তা ঘোষণার অনুষ্ঠানেই জানিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ সংস্করণ এস ৮ এর চেয়েও দামি হবে নোট ৮। আনলক করা নোট ৮ এর দাম ৯৩০ মার্কিন ডলার।

নোট ৮ এর ৬.৩ ইঞ্চি রয়েছে কোয়াড এইচডি প্লাস (২৯৬০ বাই ১৪৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লেযুক্ত যা গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়েও আকারে বড়। স্মার্টফোনটির মস্তিষ্কের হিসেবে কাজ করবে কোয়ালকমের তৈরি অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। তবে বাংলাদেশসহ এশিয়ার বাজারে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস সিরিজের প্রসেসর ব্যবহৃত হবে। এর আগে এস ৮ ও এস ৮ প্লাসের ক্ষেত্রেও এক্সিনোস সিরিজের প্রসেসর ব্যবহার করেছে স্যামসাং।

এতে তারহীন চার্জিং প্রযুক্তির পাশাপাশি থাকছে দ্রুত চার্জিং সুবিধা। স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রযুক্তির শক্তি সাশ্রয়ী চিপসেট ব্যবহার করায় ৩৩০০ মিলিএম্পিয়ার ব্যাটারিই সারা দিনের ব্যবহারের জন্য যথেষ্ট। ৮.৬ মিলিমিটার পুরু, ৭৪.৮ মিলিমিটার প্রশস্ত, ১৬২.৫ মিলিমিটার উচ্চতা ও ১৯৫ গ্রাম ওজনের ফোনটি ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজসহ পাওয়া যাবে। স্টোরেজ ক্ষমতা বাড়াতে এটি মাইক্রো এসডি সমর্থন করবে।

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৭.১.১ নোগাট অপারেটিং সিস্টেমে চলবে গ্যালাক্সি নোট ৮। এছাড়াও ফোনটিতে হার্ট রেট মনিটর, আইরিশ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাকসেলারোমিটার, ব্যারোমিটার, কম্পাস জিপিএস, ও জাইরোস্কোপের মত একগুচ্ছ সেন্সর রয়েছে।

তবে গ্যালাক্সি এস সিরিজের সাথে নোট সিরিজের সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটি হল এস পেন স্টাইলাস। নোট ৮ এর মত এস পেনটিও এবার পানিরোধী করা হয়েছে। নোট লেখালেখি ছবি আঁকা ও এয়ারকমান্ড ব্যবহারের জন্য অনন্য অভিজ্ঞতা দেবে নোট ৮।

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

10h ago