মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেট কারের ৫ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে একটি লেভেল ক্রসিংয়ে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশুসহ দুই জন নারী ও গাড়ির চালক রয়েছেন।
কালিয়াকৈরে লেভেল ক্রসিংয়ে মৈত্রী একপ্রেসের ধাক্কায় নিহত পাঁচ জনের মধ্যে চার জন একই পরিবারের। ছবি: স্টার

গাজীপুরের কালিয়াকৈরে একটি লেভেল ক্রসিংয়ে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশুসহ দুই জন নারী ও গাড়ির চালক রয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে সোনাখালি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস এটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের পাশাপাশি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বাসস জানায়, নিহতরা হলেন গাড়ি চালক মিনহাজউদ্দিন, তাহমিনা আখতার(৩৮) ও তার ১২ বছরের ছেলে তালহা, লাকি আখতার ও তার ছয় বছরের মেয়ে নুরজাহান। কালিয়াকৈরের গোয়ালবাতল গ্রামে তাদের বাড়ি।

মৈত্রী এক্সপ্রেসের সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম রফিক জানান, দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গ ও ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস, সুন্দরগঞ্জ এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস আশপাশের স্টেশনগুলোতে আটকা পড়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Police didn't follow int'l standards while using lethal weapons: IGP

Police failed to adhere to the standards in home, which they have maintained during their UN missions, Mainul Islam said

6h ago