মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন গ্রেপ্তার

আনিসুল করিম শিপন

চিকিৎসার নামে মারধর করে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে হত্যার অভিযোগে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে হাসপাতালটির দুই পরিচালককে গ্রেপ্তার করল পুলিশ।

আজ দুপুর ১২ টায় ফাতেমা খাতুনকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ১২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এর আগে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে হাসপাতালের পরিচালক ডা. নিয়াজ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় তখন তার জন্য রিমান্ড আবেদন করেনি পুলিশ।

হারুন অর রশীদ জানান, শুক্রবার হাসপাতালের দুই পরিচালককে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। ইতিমধ্যে যাদের রিমান্ডে নেওয়া হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন:

জঘন্য হত্যাকাণ্ডের শিকার এএসপি আনিসুল করিম: ডিএমপি

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago