মেসির সাথে অন্যায় হয়েছে: বার্সেলোনা

বিশ্বকাপ বাছাই পর্বে চিলির সাথে ম্যাচে ফার্স্ট রেফারির সাথে বিতণ্ডায় জড়ান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি: এএফপি

সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে লিওনেল মেসিকে চার ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে তার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে “অন্যায় ও সম্পূর্ণ সামঞ্জস্যহীন” বলে আখ্যা দেওয়া হয়েছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, “আর্জেন্টিনা ও চিলির মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের খেলার পর লিওনেল মেসিকে ফিফার নিষেধাজ্ঞা বার্সেলোনা ফুটবল ক্লাবকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।”

গত মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে মেসিকে চার ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এর পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। মেসির এই সাজাকে অনেকেই লঘু পাপে গুরুদণ্ড মনে করছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago