পি কে হালদারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

প্রশান্ত কুমার হালদার। ছবি: সংগৃহীত

অর্থপাচার মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দুটি ফ্ল্যাট ও ছয় একর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

পি কে হালদারের ফ্ল্যাট দুটি রাজধানীর ধানমন্ডিতে ও জমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে জানান তিনি।

এর আগে, চলতি বছরের ৮ জানুয়ারি অবৈধভাবে ২৭৫ কোটি টাকার সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে পি কে হালদার বিরুদ্ধে মামলা করে দুদক।

Comments