চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে গাড়িবহরে হামলায় আহত ফখরুল দলের অন্য নেতাদের সাথে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। রাঙামাটি যাওয়ার পথে ফখরুলের গাড়িবহর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, রাঙ্গুনিয়া হয়ে যাওয়ার পথে আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। হামলায় ফখরুল নিজেও আহত হয়েছেন।

পাঁচ সদস্যের দল নিয়ে পাহাড়ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন ফখরুল। আজ দিনের পরবর্তী সময়ে বিএনপির প্রতিনিধি দলটির চট্টগ্রাম ও রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা ছিল।

রাঙামাটির এক স্থানীয় নেতা জানিয়েছেন, হামলার পর সফর বাতিল করে চট্টগ্রামের পথে যাত্রা করেছেন ফখরুল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago