আগামীকাল রাজধানীর যে রাস্তাগুলো বন্ধ থাকবে

আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু রাস্তা বন্ধ থাকবে। কাউন্সিলে আগত নেতাদের গাড়ি পার্কিংয়ের কারণে বন্ধ হয়ে যেতে পারে আরো কিছু রাস্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বন্ধ রাখা রাস্তার তালিকা ও চলাচলের জন্য রুট নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটের পাঁচটি অনুষদের জন্য সারা দেশ থেকে প্রায় ৯ হাজার পরীক্ষার্থী কাউন্সিলস্থলের আশপাশের এলাকাগুলোতে যাবেন। বিড়ম্বনা এড়াতে যত দ্রুত সম্ভব পরীক্ষার হলে আসন গ্রহণ করতে বলা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ধারনা করা হচ্ছে কাউন্সিল উপলক্ষে কাউন্সিলর, প্রতিনিধি ও অতিথিসহ ৫০ হাজারেরও বেশি মানুষ সোহাওরাওয়ার্দী উদ্যান এলাকায় সমবেত হবেন।

যে রাস্তাগুলো বন্ধ থাকবে

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি-কারওয়ান বাজার হয়ে শাহবাগ পর্যন্ত ভিআইপি রাস্তাটি শনিবার সকাল ৮টা থেকে বন্ধ থাকবে। এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলস্থলে যাওয়ায় উত্তরা ও মহাখালীর দিক থেকে আসা গাড়িগুলো মহাখালী বাস স্ট্যান্ড-মগবাজার ফ্লাইওভার-কাকরাইল চার্চ হয়ে বামে ঘুরে রাজমনি ক্রসিং-নাইটিংগেল মোড় হয়ে ডানে ঘুরে ইউবিএল-জিরো পয়েন্ট দিয়ে ডানে ঘুরে আবদুল গনি রোড-হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে।

আগামীকাল রাজধানীর যে রাস্তাগুলো বন্ধ থাকবে

তবে কাউন্সিল শুরু হওয়ার পর কিছু সময়ের জন্য রাস্তাগুলো খুলে দেয়া হবে বলে ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তাগুলো বন্ধ থাকবে।

মাওয়ার দিক থেকে আসা গাড়িগুলো সদরঘাট-বাবুবাজার-গুলিস্তান-জিরো পয়েন্ট থেকে বামে ঘুরে আবদুল গনি রোড-হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পারবে।

চট্টগ্রাম ও সিলেট থেকে আসা গাড়িগুলো যাত্রাবাড়ী/কাঁচপুর-মেয়র হানিফ ফ্লাইওভার-চানখারপুল-দোয়েল চত্বর-বকশীবাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে।

মিরপুর, গাবতলি, মোহাম্মদপুর ও ধানমন্ডির গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে রাসেল স্কয়ার-সাইন্স ল্যাব মোড়-নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আজিমপুর ক্রসিং-পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পারবে।

শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তাটি কাউন্সিলের পুরো সময় ধরে বন্ধ থাকবে। তবে কাঁটাবন-নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া যাবে।

 

আগামীকাল রাজধানীর যে রাস্তাগুলো বন্ধ থাকবে

পুলিশ জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট, কাঁটাবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

 

এসময় কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদ, কার্পেট গলি, পরীবাগ, শিল্পকলা একাডেমি, মিন্টো রোড ক্রসিং ও অফিসার ক্লাব মোড় পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এছাড়া ভিআইপি সড়কে কোন যানবাহন ঢুকতে দেয়া হবে না। এছাড়া সচিবালয়ের সামনে আবদুল গণি রোডে রাস্তার ওপর কোন গাড়ি রাখতে দেয়া হবে না বলেও জানিয়েছে ডিএমপি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Political risks threaten to hurt reforms

Bangladesh faces a convergence of political volatility and global trade headwinds that could derail its reform agenda and obstruct recovery from an economic slowdown, the World Bank has said in a new assessment.

10h ago