পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধুকে হত্যায় ২ ডজনের বেশি গুলি করা হয়

সিধু মুসে ওয়ালে। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসে ওয়ালেকে হত্যা করতে ২ ডজনের বেশি গুলি করা হয়। ৫ জন চিকিৎসকের একটি প্যানেল ময়নাতদন্ত শেষে এ তথ্য জানিয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে বলছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের হয়ে এ বছর পাঞ্জাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই গায়ককে গতকাল পাঞ্জাবের মানসায় এসইউভি গাড়ি চালানোর সময় গুলি করে হত্যা করা হয়।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে। ভিসেরার নমুনা আরও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পাঞ্জাব পুলিশের প্রধান ভিকে ভাওরা বলেছেন, একটি ফরেনসিক দল পাঞ্জাবের মানসা পুলিশ স্টেশনে গায়কের গাড়িটি তদন্ত করছে। গাড়ির সামনে এবং উভয় পাশে একাধিক বুলেটের ছিদ্র আছে। এ থেকে বোঝা যায় তার গাড়িটি চারদিক থেকে আটকানো হয়েছিল এবং শুটাররা একাধিক রাউন্ড গুলি চালায়।

২৮ বছর বয়সী এই তারকার বাবা বলকৌর সিং বলেন, তিনি তার ছেলেকে অন্য একটি গাড়িতে অনুসরণ করছিলেন এবং একটি গাড়িকে তার ছেলের পিছু নিতে দেখেছিলেন।

এনডিটিভি বলছে, রাজ্য পুলিশ এবং তাদের পাঞ্জাবের সহযোগীদের যৌথ অভিযানে আজ উত্তরাখণ্ডের দেরাদুন থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। দেরাদুন থেকে মূল সন্দেহভাজনের সঙ্গে আটক হওয়া আরও ৫ জন পাঞ্জাব পুলিশের হেফাজতে আছেন।

Comments