ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন উইল স্মিথ
৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় ক্ষমা চেয়েছেন উইল স্মিথ।
সোমবার বিকেলে ইনস্টাগ্রামে একটি পোস্টে, স্মিথ তার আচরণকে "অগ্রহণযোগ্য এবং অমার্জনীয়" বলে অভিহিত করেছেন।
পোস্টে তিনি লিখেন, 'কৌতুক কাজের একটি অংশ। কিন্তু, জাডার চিকিৎসা নিয়ে রসিকতা আমার পক্ষে সহ্য করা খুব বেশি কঠিন ছিল। আমি আবেগবশত প্রতিক্রিয়া জানিয়েছিলাম।'
ভালোবাসা এবং দয়ার পৃথিবীতে হিংসার কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, 'আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাই, ক্রিস। আমি সীমা অতিক্রম করেছি এবং আমি ভুল ছিলাম। আমি বিব্রত এবং আমি যেমন মানুষ হতে চাই আমার কাজগুলো তেমন ইঙ্গিত দেয় না।'
স্মিথ বলেন, 'সব ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক।'
তিনি তার পোস্টে আরও বলেন, 'অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং সারা বিশ্বে যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চাই। আমি উইলিয়ামের পরিবার এবং রিচার্ডের পরিবারের কাছে ক্ষমা চাই।
'আমি গভীরভাবে অনুশোচনা করছি যে, আমার আচরণ আমাদের যে চমৎকার যাত্রা সেখানে দাগ কেটেছে। আমি এটি নিয়ে কাজ করছি, তিনি বলেন।
Comments