উড়োজাহাজ দুর্ঘটনায় ব্রাজিলিয়ান কণ্ঠশিল্পী মেন্ডনকা নিহত
ব্রাজিলের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মারিলিয়া মেন্ডনকা গতকাল শুক্রবার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় তার ম্যানেজার এবং সহযোগীও নিহত হয়েছেন। তারা যে উড়োজাহাজে ভ্রমণ করছিলেন সেটি দেশটির মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়।
মেন্ডনকার প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তার প্রযোজক হেনরিক রিবেইরো, সহযোগী আবিকিলি সিলভেইরা দিয়াস ফিলহো এবং বিমানের পাইলট ও সহ-পাইলট দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মারিলিয়া মেন্ডনকা ব্রাজিলের সঙ্গীত শৈলী 'সের্তানেজো'র আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০১৯ সালে এই বিভাগে তিনি ল্যাটিন গ্র্যামি জিতেছিলেন। শুক্রবার উড়োজাহাজে ওঠার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই গায়িকা।
ব্রাজিলের সংবাদমাধ্যম জি১-এর খবর অনুযায়ী, উড়োজাহাজটি মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়ানিয়া থেকে ক্যারাটিঙ্গা অভিমুখে রওনা হয়। সেখানে ২৬ বছর বয়সী মেন্ডনকার একটি কনসার্ট নির্ধারিত ছিল।
দুর্ঘটনার কারণ নিয়ে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি সেমিগ তাদের বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটি আছড়ে পড়ার আগে একটি বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা লাগে।
ব্রাজিলের প্রেসিডেন্ট টুইট করেছেন, এই খবরে সারা দেশ হতবাক হয়ে গেছে। মেন্ডনকা তার প্রজন্মের অন্যতম সেরা শিল্পী।
Comments