অ্যানিমেশন সিনেমা মানেই কার্টুন নয়
আগামী ১০ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে 'মাই হিরো একাডেমিয়া: ওয়ার্ল্ড হিরোস মিশন' সিনেমাটি। কেনিজ নাগাসাকি পরিচালিত সিনেমাটি জাপানে সাড়া জাগিয়ে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। সেখানেও বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যানিমেশন সিনেমা মানেই কার্টুন নয়। প্রতিটি চলচ্চিত্রের আসাধারণ সব কথোপকথন ও গভীর বার্তা থাকে। যেমন 'মোমোতারোস ডিভাইন সী ওয়ারিয়র্স' সিনেমার কথাই ধরা যাক। পরিচালক ওসামু তেজুকা জাপানি রূপকথা মোমোতারোকে সিনেমার পর্দায় তুলে আনলেন। ছোট্ট মোমোতারো দৈত্যদের সঙ্গে লড়াই করতে যায়। আসলে এটি ছিল বিশ্বযুদ্ধে জাপানের তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান।
এর আগে এই সিরিজের ২টি সিনেমা জাপানে দারুণ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এলো সিরিজের তৃতীয় ছবি 'মাই হিরো একাডেমিয়া: ওয়ার্ল্ড হিরোস মিশন'।
Comments