অভিনেতার গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত, পরিচালক আহত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ১৯ শতকের একটি ওয়েস্টার্ন চলচ্চিত্রের শুটিংয়ের সময় অভিনেতা অ্যালেক বাল্ডউইনের প্রপ গানের (শুটিংয়ের বন্দুক) গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
শুটিং সেটে কাজ করার সময় ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হ্যালিনা হাচিন্স (৪২) গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার মৃত্যু হয়।
এ ছাড়া, ৪৮ বছর বয়সী পরিচালক জোয়েল সোজাকে অ্যাম্বুলেন্সে করে শুটিং সেট থেকে বনানজা ক্রিক র্যাঞ্চ ফিল্ম সিটিতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
অভিনেতা বাল্ডউইনের মুখপাত্র, যিনি এনবিসি সিটকম ৩০ রক-এর জ্যাক ডোনাগির ভূমিকায় অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এ ছাড়া, স্কেচ শো স্যাটারডে নাইট লাইভে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত। তিনি বলেন, শুটিংয়ের বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুড়তে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সান্তা ফে'র শেরিফের একজন মুখপাত্র বলেন, এ বিষয়ে মিস্টার বাল্ডউইন গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন।
ওই মুখপাত্র আরও বলেন, 'মিস্টার বাল্ডউইন স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন এবং সাক্ষাৎকার শেষ করে তিনি ভবন ছেড়ে চলে যান।'
Comments