‘দেশের মানুষের পাশাপাশি ভারত থেকেও প্রচুর মানুষ উইশ করেছেন’

জয়া আহসান। ছবি: স্টার

বাংলাদেশ ও ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান। নিজ দেশে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছাড়াও ভারত থেকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ৩ বার। একবার পেয়েছেন আনন্দলোক পুরস্কার।

আজ ১ জুলাই দুই বাংলার দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানের জন্মদিন।

জয়া আহসান। ছবি: স্টার

এবারের জন্মদিনটি তিনি ঢাকায় পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করছেন। 

এ বিষয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত থেকেই জন্মদিনের শুভেচ্ছা পাওয়া শুরু করেছি। রাতে পরিবারের সবাই মিলে কেক কেটেছি। বন্ধুরা এসেছিল। অনেক ভালো লেগেছে।'

'হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে তো ঢুকতেই পারছি না। এত পরিমাণ উইশ করছেন সবাই। আমি আপ্লুত। সবার প্রতি কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী যেমন উইশ করছেন, ভারত থেকেও প্রচুর মানুষ উইশ করছেন। জন্মদিনে দেশের মানুষের পাশাপাশি ভারত থেকে প্রচুর মানুষ উইশ করেছেন। এটা আমাকে সত্যি মুগ্ধ করছে।'

'দেবী' সিনেমায় জয়া আহসান। ছবি: সংগৃহীত

বিশেষ দিন উপলক্ষে জয়ার মা তার জন্য ইলিশ রান্না করেছেন। সেজন্য মেঘনা থেকে ইলিশ মাছ আনা হয়েছে। 

জয়া বলেন, 'মা জানেন ইলিশ আমার খুব পছন্দের মাছ। সেজন্য সুন্দর দিনে পছন্দের মাছ রান্না করেছেন।'

এদিকে জন্মদিন উপলক্ষে বিকেলে বের হবেন বাসা থেকে। পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটাবেন।

বিশেষ দিনে বিশেষ কোনো চাওয়া নেই উল্লেখ করে দুই বাংলার জনপ্রিয় এই অভিনয় শিল্পী বলেন, সবাই মিলে ভালো থাকাটা জরুরি। নিজে ভালো থাকার পাশাপাশি অন্যদেরও ভালো থাকা প্রয়োজন। তাহলেই জীবন অনেক ভালো থাকবে। জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে।

জয়া আহসান। ছবি: স্টার

এদিকে সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ঝরাপালক। কবি জীবনানন্দ দাশকে নিয়ে এই সিনেমা নির্মিত হয়েছে। কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া।

এ বিষয়ে জয়া বলেন, 'ঝরাপালক সিনেমার সঙ্গে অনেক মায়া ও ভালোবাসা জড়িয়ে আছে। কেন না, এটি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত সিনেমা।'

অন্যদিকে জয়া আহসান অভিনীত একাধিক নতুন সিনেমা দুই দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

9h ago