অনেকগুলো স্ক্রিপ্ট হাতে, প্রতিদিন পড়ছি: মিম
বিদ্যা সিনহা মিম তার এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করছেন। বিশেষ করে 'পরাণ' সিনেমা তাকে এনে দিয়েছে অন্যরকম দর্শকপ্রিয়তা।
'পরাণ' মুক্তির চতুর্থ সপ্তাহ চলছে। মিম বলেন, 'আশা করছি ৫ম সপ্তাহেও অনেকগুলো প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে।'
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 'আমার আছে জল' সিনেমার দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় এই তারকার।
মিম বলেন, 'এখনো যেখানেই যাই পরাণ নিয়ে প্রশংসা শুনি। এটা কি যে ভালোলাগার তা বলে শেষ করা যাবে না।'
মিম আরও বলেন, 'সত্যি বলতে, পরাণের মধ্যে ডুবে থাকলেও নতুন কাজ তো করতে হবে। নতুন কাজ নিয়েও পরিকল্পনা করছি। শিগগির হয়ত জানাতে পারব।'
'ইদানিং ওয়েব ফিল্মের অফার বেশি পাচ্ছি। এ ছাড়া সিনেমার অফারও পাচ্ছি। অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে। প্রতিদিন স্ক্রিপ্ট পড়ছি। ভালো লাগলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো,' যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মিম বলেন, 'এত মানুষের ভালোবাসা পাওয়ার পর নতুন করে ভাবছি নিজেকে নিয়ে। দিন শেষে ভালো কাজটাই থেকে যাবে। সেজন্য ভালো কাজই করব।'
মিম অভিনীত 'দামাল' সিনেমাটি সম্প্রতি সেন্সরে জমা পড়েছে। এই সিনেমাটিও পরিচালনা করেছেন রায়হান রাফী।
দামালে মিমের বিপরীতে অভিনয় করেছেন সিয়াম।
দামাল প্রসঙ্গে মিম বলেন, 'সত্য ঘটনা অবলম্বনে দামাল সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও ফুটবল তুলে ধরা হয়েছে। ইতিহাসভিত্তিক সিনেমা এটি। দামাল নিয়েও আমি প্রচণ্ড আশাবাদী।'
Comments