পুনর্গণনাতেও জায়েদ খান জয়ী, রোববার সংবাদ সম্মেলন নিপুণের

জায়েদ খান ও নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভোট পুনর্গণনার আপিল করেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। আজ শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড ভোট পুনর্গণনা করে। সেখানে আগের ফলাফল সঠিক আছে বলে জানানো হয়েছে।

আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান দ্য ডেইলি স্টারকে বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে।

ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, জায়েদ খান ও জয় চৌধুরী।

পুনর্গণনার ব্যাপারে নিপুণ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এখন কিছুই বলব না। আগামীকাল বিকেল ৪টায় প্রেসক্লাবে সবকিছু নিয়ে বিস্তারিত জানাব।'

সম্পাদকীয় পরিষদে ২৬টি নয়, ২৩টি ভোট নষ্ট হয়েছে। তিনটি ফাঁকা ছিল। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। ভোটারদের ভুলে এটা হয়েছে।

গতকাল ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচন। শনিবার ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

শিল্পী সমিতির সভাপতি পদে জয়ী হয়েছেন খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি ১৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর ভোট পেয়েছেন ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হয়েছেন ১৭৬ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

Comments

The Daily Star  | English

Mizanur Rahman Aryan wins Best Director

Aryan first made waves in 2017 with "Boro Chele," which remains one of the most viewed Bangladeshi television productions on YouTube.

20m ago