আইসিইউতে ৪ মাস নায়ক ফারুক

Actor Faruk
অভিনেতা ফারুক। ছবি: স্টার ফাইল ফটো

নায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক প্রায় চার মাস ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আজ বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আপনাদের মিয়া ভাইয়ের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। তার চিকিৎসা কার্যক্রম দীর্ঘ মেয়াদি। একটু একটু করে তিনি সুস্থ হচ্ছেন। তার জন্যে দোয়া করবেন সবাই।'

চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন কিংবদন্তি এই অভিনেতা।

এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

8h ago