আগামীকাল দিল্লি হাইকমিশনে দেখানো হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত সিনেমা 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' প্রদর্শিত হবে দিল্লিতে। আগামীকাল রোববার দিল্লি হাইকমিশনে সিনেমাটি প্রদর্শন করা হবে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এ তথ্য নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা শেষে সিনেমাটি প্রদর্শিত হবে।'
সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি পরিচালনা করেছেন মো. সেলিম খান। ইতিহাসভিত্তিক সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমদে রনি। শাপলা মিডিয়া প্রযোজিত ডিজিটাল ফরমেটে তৈরি এ সিনেমার ব্যাপ্তিকাল দুই ঘণ্টা ১২ সেকেন্ড।
Comments