‘এমন গল্প বলার জন্য হাওয়া সিনেমার পরিচালককে সাধুবাদ’

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’ সিনেমার প্রথম শো শেষে অভিনেতারা। ছবি: স্টার

দেশের ২৪ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া'। সিনেমাটি দেখার জন্য সকাল ১০টার পর থেকেই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ভিড় ছিল।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে 'হাওয়া' সিনেমার প্রথম শো শুরু হয়েছে সকাল সাড়ে ১১টায়। দুপুর ১টার পরে 'হাওয়া' টিমের পক্ষে সেখানে ছিলেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারসহ আরও অনেকেই।

সিনেমা দেখা শেষে গ্রীনরোড থেকে আসা লিমন নামে এক দর্শক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমার গল্পের পাশাপাশি চঞ্চল চৌধুরী, নাজিফা তুষিসহ থিয়েটারের অভিনয়শিল্পীদের অভিনয় অসাধারণ লেগেছে। পরিচালককে সাধুবাদ এমন গল্প বলার জন্য। সিনেমার চিত্রায়ণে চোখ জুড়িয়ে যাবে। "সাদাসাদা কালাকালা" গানটি সিনেমার সঙ্গে না দেখলে দর্শকরা অনেককিছু মিস করবেন বলে আমার ধারণা।'

আসাদগেট থেকে আসা জুবায়ের হাসান নামে আরেক দর্শক ডেইলি স্টারকে বলেন, 'বিশ্বাসই হচ্ছে না এটা বাংলা সিনেমা। অভিনেত্রী নাজিফা তুষি অসাধারণ, চঞ্চল চৌধুরী সেরা, শরিফুল রাজ, সুমন আনোয়ার এক কথায় দারুণ। মেজবাউর রহমান সুমন ভালো পরিচালক। তারই প্রমাণ দিলেন।'

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শকদের ভিড় ছবি: স্টার

দেশের মাল্টিপ্লেক্সগুলোতে 'হাওয়া' সিনেমার কয়েকদিনের আগাম টিকিট শেষ হয়ে গেছে। আজ থেকে স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় প্রতিদিন 'হাওয়া'র ২৬টি শো চলছে।

'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকেই।

মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন।

'হাওয়া'র নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন ও প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

15h ago