ঈদুল ফিতরের চেয়ে দ্বিগুণ ব্যবসা করছে কোরবানির ঈদের সিনেমা

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার চেয়ে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো ব্যবসা করছে। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার চেয়ে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ভালো ব্যবসা করছে। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, প্রতিদিন অনেকগুলো শো হাউজফুল যাচ্ছে। দর্শকরা বাংলা সিনেমা দেখছেন। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে 'পরাণ', 'দিন: দ্য ডে' ও 'সাইকো'। এরমধ্যে 'পরাণ' ও 'দিন: দ্য ডে' সিনেমা ২টি আয়ের দিক থেকে মাল্টিপ্লেক্সগুলোতে এগিয়ে আছে।

ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল 'শান' ও 'গলুই'। তবে, এই দুটি সিনেমার চেয়ে এবারের ঈদে মুক্তি পাওয়া 'পরাণ' ও 'দিন :দ্য ডে' এগিয়ে আছে।

কোরবানি ঈদের মুক্তি পাওয়া 'পরাণ' সিনেমাতে অভিনয় করেছেন- শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান এবং সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। 'দিন: দ্য ডে' সিনেমাতে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা এবং পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। 'সাইকো' সিনেমাতে অভিনয় করেছেন পূজা চেরি ও রোশান এবং পরিচালনা করেছেন অনন্য মামুন।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ঈদুল ফিতরে যে বাংলা সিনেমাগুলো আমাদের এখানে মুক্তি পেয়েছিল তার চেয়ে ভালো ব্যবসা করছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা 'পরাণ' ও 'দিন: দ্য ডে'। আমাদের চলচ্চিত্রের জন্য এটি একটি ভালো খবর। আমাদের সবগুলো শাখায় প্রতিদিন ২১টি শো চলছে 'পরাণ' সিনেমার। 'দিন: দ্য ডে' সিনেমার ৮টি শো চলছে। দর্শক ভিড় করে বাংলা সিনেমা দেখছেন। সব বয়সী দর্শকরা সিনেমা দেখতে আসছেন এটা বাংলা সিনেমার জন্য শুভ সংবাদ।'

ব্লকবাস্টার সিনেমাসের ব্যবস্থাপক মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো গত ঈদের চেয়ে ২০ শতাংশ বেশি ব্যবসা করছে আমাদের থিয়েটারে। প্রতিদিন এখানে সন্ধ্যা, রাতের শোগুলো হাউজফুল যাচ্ছে। এটা আমাদের সিনেমার জন্য খুব সুখকর সংবাদ।'

'সাইকো' সিনেমার পরিচালক অনন্য মামুন বলেন, 'আমার পরিচালিত 'সাইকো' সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনের দর্শক বেশ পছন্দ করেছে। দর্শক ভিড় করে সিনেমা দেখছেন। ঘামে ভিজে দর্শক সিনেমা দেখতে আসছেন। আম সিনেমাটি সাধারণ দর্শকের জন্য বানিয়েছি।'

তিনি দাবি করেন, 'সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি সবচেয়ে  ভালো চলছে। 'পরাণ' মাল্টিপ্লেক্স সবচেয়ে ভালো চলছে। আমি চাই প্রতিটা বাংলা সিনেমায় ভালো চলুক।'

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls demanded

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

5h ago