একটুখানি দেখার জন্য!

জামালপুরে শাকিব খানের শুটিং সেটে ভক্তদের ভিড়। ছবি: সংগৃহীত

ঢাকার বাইরে কোনো তারকার শুটিং মানেই ভক্তসহ উৎসুক জনতার ভিড়। প্রিয় তারকাকে কাছ থেকে একনজর দেখা বা সেলফি তুলতে ভক্তদের পাগলামোর যেন শেষ নেই। এসব বিষয় সামলে সেখানে শুটিং করতে হয় একজন তারকাকে।

বর্তমানে ঢাকার বাইরে কয়েকটি সিনেমার শুটিং চলছে। একঝাঁক তারকা এখন ঢাকার বাইরের বিভিন্ন স্পটে শুটিং করছেন। এরমধ্যে আছে- এস এ হক অলিক পরিচালিত 'গলুই'। গত ৩০ সেপ্টেম্বর থেকে জামালপুরে শাকিব খান সিনেমাটির শুটিং শুরু করছেন। সেখানে আরও আছেন চিত্রনায়িকা পূজা চেরী। প্রতিদিন তাদের দেখতে হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকে। টানা ২০ দিন শুটিং চলবে সেখানে।

জামালপুরে শাকিব খানের শুটিং সেটে ভক্তদের ভিড়। ছবি: সংগৃহীত

আরিফিন শুভর 'নূর' সিনেমার শুটিং হচ্ছে পাবনা শহরে। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। রায়হান রাফি পরিচালিত 'নূর' সিনেমায় গল্প পাবনা শহরের। সিনেমায় আরও অভিনয় করছেন ঐশী। সেখানে একটানা ২০ দিনের টানা শিডিউল থাকলেও একজন অসুস্থ হয়ে যাওয়ায় সাময়িক বন্ধ আছে শুটিং। শিগগির আবারও শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেখানেও তারকাদের দেখতে উৎসুক জনতার ভিড় লেগে থাকে। তবে, খুব সাবধানে শুটিং চলছে।

অপু বিশ্বাস বর্তমানে ঢাকার বাইরে পাবনার ঈশ্বরদীতে শুটিং করছেন 'প্রেম প্রীতির বন্ধন' সিনেমার। গত এক সপ্তাহ ধরে সেখানে আছেন এই নায়িকা। প্রিয় তারকাকে একনজর দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে সেখানে। সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন জয় চৌধুরী।

পাবনার ঈশ্বরদীতে শুটিং করছেন অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

শামীম আহমেদ রনি পরিচালিত 'নরসুন্দরী'র শুটিং চলছে গাজীপুরে। মাহিয়া মাহি ও সাইমন অভিনয় করেছেন এই সিনেমায়। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুটিং চলছে সেখানে। মাহিয়া মাহি অভিনয় করছেন নরসুন্দরীর চরিত্রে। সাইমন অভিনয় করছেন মাঝির চরিত্রে। এই দুই তারকাকে দেখতে শুটিং স্পটে প্রতিদিন অংসখ্য মানুষের আনাগোনা থাকে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে চাঁদপুরে শুরু হয়েছে 'প্রিয়া রে' সিনেমার শুটিং। এতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জী ও শান্ত খান। কলকাতার এই নায়িকাকে দেখার জন্য প্রতিদিন মানুষের ঢল নামে শুটিং এলাকায়। এছাড়া কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিকে দেখার জন্যও হাজার মানুষ ভিড় করে সেখানে।

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

1h ago