ভিজুয়াল ইফেক্টস স্টুডিও ‘ওয়েটা ডিজিটাল’কে কিনে নিলো ‘ইউনিটি’
অস্কার বিজয়ী পরিচালক স্যার পিটার জ্যাকসনের সহ-প্রতিষ্ঠিত নিউজিল্যান্ড-ভিত্তিক ভিজুয়াল ইফেক্টস স্টুডিও 'ওয়েটা ডিজিটাল' ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেছে।
বিবিসি জানায়, লর্ড অব দ্য রিংস, অ্যাভ্যাটারসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গে কাজ করা ওয়েটা ডিজিটালকে কিনে নিয়েছে ভিডিও গেমস সফটওয়্যার কোম্পানি 'ইউনিটি'।
পোকেমন, কল অব ডিউটি: মোবাইল গেমগুলো তৈরির পেছনে ইউনিটির প্রযুক্তি যুক্ত আছে।
উভয় প্রতিষ্ঠানই জানিয়েছে, চুক্তি শর্ত হলো- এখন থেকে ওয়েটার বিশেষ ইফেক্টস টুলসগুলো 'গণতান্ত্রিক' হবে।
স্যার পিটার এক বিবৃতিতে বলেছেন, 'ইউনিটি ও ওয়েটা ডিজিটাল একসঙ্গে যেকোনো শিল্প থেকে যেকোনো শিল্পীর জন্য পথ তৈরি করতে এবং অবিশ্বাস্যভাবে এর সৃজনশীল ও শক্তিশালী টুলসগুলোকে কাজে লাগাতে পারে।'
১৯৯৩ সালে স্যার পিটারের সহ-অর্থায়নে প্রতিষ্ঠিত ওয়েটা ডিজিটাল অ্যাভ্যাটারের নেরিতি, লর্ড অব দ্য রিংস সিরিজের গোলাম এবং প্ল্যানেট অব দ্য এপসের সিজারের মতো বিখ্যাত অ্যানিমেটেড চরিত্রগুলো তৈরির জন্য সুপরিচিত।
তবে এ চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়ার পরপরই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ইউনিটির শেয়ারের দর ৬ শতাংশ কমে গেছে।
Comments