দুর্নীতি ও যৌন সহিংসতা মুসলিম বিশ্বের প্রধান সমস্যা: ইমরান খান

ইমরান খান। ছবি: সংগৃহীত

সমাজে যৌন সহিংসতা দ্রুত বাড়ছে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান দুর্নীতি ও যৌন সহিংসতা মুসলিম বিশ্বের প্রধান ২টি সমস্যা।

আজ রোববার পাকিস্তানে তরুণদের বিশ্বাস, ধর্ম এবং নৈতিক মূল্যবোধের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের আক্রমণ থেকে রক্ষার উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান খান বলেন, `সমাজে ২ ধরনের অপরাধ আছে। একটি দুর্নীতি এবং অন্যটি যৌন সহিংসতা। আমাদের সমাজে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো যৌন সহিংসতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মাত্র ১ শতাংশ রিপোর্ট করা হয়েছে। আমি বিশ্বাস করি, বাকি ৯৯ শতাংশের সঙ্গে সমাজকে লড়াই করতে হবে। দুর্নীতির ক্ষেত্রেও তাই। সমাজে দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে হবে।'

পাকিস্তানের ধানমন্ত্রী ইন্টারনেটে সহজলভ্য অশ্লীলতা ও পর্নোগ্রাফিতে ডুবে থাকা মুসলিম তরুণদের বাঁচানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এ সময়। উপস্থিত বিশেষজ্ঞরা আধুনিকতার নেতিবাচক প্রভাব মোকাবিলায় মুসলিম দেশগুলোর সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর পরামর্শ দেন।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

7h ago