রাশিয়া থেকে রুবলে গ্যাস কিনতে রাজি হাঙ্গেরি

ভিক্টর অরবান ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ হাঙ্গেরি রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস কিনতে রাজি হয়েছে।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে রয়টার্সের এক প্রশ্নের জবাবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়া চাইলে গ্যাসের চালানের মূল্য রুবলে পরিশোধ করবে তার দেশ।

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যে, রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে দেশটি।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এর আগে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তিতে ইইউ কর্তৃপক্ষের 'কোনো ভূমিকা' নেই। এটি হাঙ্গেরির রাষ্ট্রীয় মালিকানাধীন এমভিএম এবং গ্যাজপ্রমের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে সম্পন্ন হয়।

হাঙ্গেরির এমন সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় কমিশন এখনো কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যানকারী ইইউ দেশগুলোর মধ্যে অন্যতম হাঙ্গেরি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত রোববার হয়ে যাওয়া নির্বাচনে চতুর্থবারের মতো ক্ষমতাসীন হয়েছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে তার সরকার মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রেখে যাচ্ছে। হাঙ্গেরিয়ানদের জন্য গ্যাস সরবরাহের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার দিয়ে পুনরায় ক্ষমতায় এসেছেন তিনি।

প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরিতে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয় তার ৮৫ শতাংশ এবং  জ্বালানি তেলের ৬৪ শতাংশ রাশিয়া সরবরাহ করে।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago