রপ্তানিকৃত পণ্যে উৎসে কর দ্বিগুণ হচ্ছে

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২০২২-২৩ অর্থবছরে রপ্তানিকৃত পণ্যের ওপর উৎসে করহার বাড়িয়ে দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশকালে এ প্রস্তাব করেন।

একইসঙ্গে বিদ্যমান করপোরেট কর হার বিবেচনায় ব্যাংক সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য ১০ শতাংশের পরিবর্তে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাবও করা হয়েছে। এ ছাড়া, অবৈধ পন্থায় বিদেশে অনিবাসীর বিল পরিশোধ নিরুৎসাহিত করার লক্ষ্যে কিছু সেবা ছাড়া অন্যান্য সব প্রকার বিল পরিশোধের ক্ষেত্রে অনিবাসী থেকে ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়।

তবে, নতুন উৎসে কর আরোপের ক্ষেত্র সম্প্রসারণে সরকারি পুকুর বা জলাশয় ভাড়া অন্যান্য ক্ষেত্রে লিজ ভাড়ার ৫ শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী

তিনি জানান, কর রাজস্ব আহরণের প্রধানতম খাত হচ্ছে উৎস কর সংগ্রহ। আমাদের দেশের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। অতএব, রাজস্ব নীতি প্রণয়নে উৎসে কর হার যৌক্তিকীকরণের গুরুত্ব সর্বাধিক।

Comments

The Daily Star  | English

Netanyahu now a wanted man

ICC issues arrest warrants for the Israeli PM, his former defence chief for war crimes and crimes against humanity; 66 more killed in Gaza

34m ago