ঢাকা-টরন্টো ফ্লাইটে রাউন্ড ট্রিপের ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার থেকে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো ফ্লাইট।

এর আগে সরাসরি ফ্লাইট চালানোর কথা বলা হলেও, ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলে ১ ঘণ্টা যাত্রাবিরতি (রিফুয়েলিংয়ের জন্য) দিয়ে টরন্টো যাবে।

তবে টরন্টো থেকে ফেরার সময় ফ্লাইটটি সরাসরি ঢাকা আসবে বলে জানিয়েছে বিমান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান। 

ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানায়, ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার রাত সাড়ে ৩টায় প্রথম ফ্লাইট বিজি-৩০৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে।

প্রতি বুধবার, বিজি-৩০৫ বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকা বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছাড়বে।

১ ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

এ ছাড়া রোববার বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। 

১ ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

অন্যদিকে প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি-৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। 

ফ্লাইটটি ১৬ ঘণ্টা বিরতিহীনভাবে উড়বে এবং বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানের ফ্লাইটটি প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় যাত্রা করবে এবং সোমবার স্থানীয় সময় রাত ১১টায় সরাসরি ঢাকায় পৌঁছাবে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago