৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে উড়োজাহাজ চলাচলের আশা

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে পুনরায় যোগাযোগ শুরুর ব্যাপারে আশা প্রকাশ করছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এর আগে দুই দফায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচল শুরুর তারিখ পেছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব আলী বলেন, 'আশা করছি, আগামী ৪ তারিখ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হবে। দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে।'

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, করোনায় স্বাস্থ্য প্রটোকলের শর্ত নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ভারতের সঙ্গে ফ্লাইট চালুতে বিলম্ব হচ্ছে। ফ্লাইট চালু নিয়ে ভারতের কিছু শর্ত নিয়ে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোরও আপত্তি ছিল। 

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজ ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে কী কী শর্ত থাকবে সেটি সার্কুলার দিয়ে জানানো হবে।

'আমরা আশা করছি, আজ বৃহস্পতিবার রাতের মধ্যে সার্কুলার দিতে পারব,' যোগ করেন তিনি।

Comments