স্বর্ণ চোরাচালানে এক বছরে ১৩ কর্মী বরখাস্ত: বিমানের সিইও

স্বর্ণ চোরাচালানে যুক্ত থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৩ জন কর্মী গত বছর বরখাস্ত হয়েছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তাফা কামাল আজ ঢাকার কুর্মিটোলায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২১ সালে মোট ১৭৮ জন কর্মীকে শাস্তি দিয়েছে বিমান। এদের মধ্যে স্বর্ণ চোরাচালানে যুক্তদের বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন কারণে আরও ৫২ জনকে বরখাস্ত করা হয়েছে। চাকরি থেকে অপসারণ করা হয়েছে তিন জনকে।

বিমানের দুটি বোয়িং উড়োজাহাজ একটি অন্যটির সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গত ১০ এপ্রিল বিমানের দুজন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারসহ পাঁচ জনকে বরখাস্ত করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সিনিয়র ক্যাপ্টেন, ককপিট ক্রু ও কেবিন ক্রুকেও বরখাস্ত করা হয়।

বিমানের এমডি বলেন, বিভিন্ন অভিযোগে দুজন কর্মীর পদাবনতি, ১৫ জনের বেতন হ্রাস এবং ৩৬ জনকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ঘটনায় ২০২টি বিভাগীয় মামলা করা হয়েছে।

বিমানের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে কুর্মিটোলার প্রশিক্ষণ একাডেমিতে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

5h ago