ভারতে আটকে পড়া যাত্রীদের রাতেই ফিরিয়ে আনা হতে পারে: বিমান

নাগপুর বিমানবন্দরে অপেক্ষারত বিমানের যাত্রীরা। ছবি: এজাজ মাহমুদ

ভারতের নাগপুর বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৪ জন যাত্রীকে আজ রাতের মধ্যে ঢাকায় ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের একটি শিডিউল ফ্লাইটে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরের উদ্দেশে রওনা হবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার সকালে ওমান থেকে আসা বিমানের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করলে, সেখানে ১২৪ জন যাত্রী আটকা পড়ে।

সকাল ১১টার দিকে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে জানান, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেককে খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ওই ফ্লাইটের পাইলট, ক্রু মেম্বার ও যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের একটি ফ্লাইট নাগপুরে যাবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

UN climate talks in limbo

The world's most climate-imperilled nations stormed out of consultations in protest at the deadlocked UN COP29 conference yesterday, as simmering tensions over a hard-fought finance deal erupted into the open

1h ago