বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় মালদ্বিভিয়ান এয়ারলাইনস
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বিভিয়ান এয়ারলাইনস। যাত্রীদের সাশ্রয়ী, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি ফ্লাইট সংখ্যা বাড়াতে চেয়েছে সংস্থাটি।
সোমবার দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে এয়ারলাইনসটির কর্মকর্তারা এ কথা জানান।
অনুষ্ঠানে মালদ্বিভিয়ান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিহাদ বলেন, 'বাংলাদেশ থেকে অনেকেই মালদ্বীপে বেড়াতে যান। সেখানে বাংলাদেশিরাও কাজ করেন। আমরা সব ধরণের যাত্রীদের কথা বিবেচনা করেই ফ্লাইট পরিচালনা করছি।'
বাংলাদেশে মালদ্বিভিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিস লিমিটেড। বর্তমানে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।
কর্মীদের সহজে যাতায়াতের ওপর গুরুত্ব দিয়ে টোটাল এয়ার সার্ভিসের চেয়ারম্যান কে এম মুজিবুল হক বলেন, 'মালদ্বিভিয়ান এয়ারলাইনস যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সেবা দেয়। দুই দেশের পর্যটন শিল্পের প্রসারেও ভূমিকা রাখছে।'
'ফ্লাইট সংখ্যা বাড়লে আরও বেশি মানুষের যাতায়াত সহজ হবে,' বলেন তিনি।
Comments