ক্যাপটেন নওশাদের মরদেহ ঢাকায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপটেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারতের নাগপুর থেকে ঢাকায় পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১২ মিনিটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. আবু সালেহ্ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ডেইলি স্টারকে জানিয়েছে, ক্যাপটেন নওশাদের মরদেহ তার উত্তরার বাসায় নেওয়া হবে।
বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুর্মিটোলায় বিমানের বলাকা কার্যালয়ে ক্যাপটেন নওশাদের জানাজা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
গত সোমবার ক্যাপটেন নওশাদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর একদিন আগে তাকে 'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৪৪ বছর।
গত শুক্রবার বিমানের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। সেদিন সকাল সাড়ে ১১টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।
Comments