অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু আগামীকাল

দেশব্যাপী চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হলেও অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট আগামীকাল শুক্রবার থেকে আবার শুরু হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেসরকারি উড়োজাহাজ চলাচল সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তারা অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করতে প্রস্তুত রয়েছেন।
করোনা রোধে দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে গত ২৩ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ রয়েছে।
Comments