অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে বিরোধী দলের জয়

অ্যান্টনি আলবানিজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে স্কট মরিসন পরাজয় স্বীকার করায় অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্টনি আলবানিজ। যদিও পশ্চিম অস্ট্রেলিয়ায় এখনো অনেক ভোট গণনা বাকি আছে।

তবে, বর্তমান অবস্থা দেখে অনুমান করা হচ্ছে, স্কট মরিসনের সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। ইতোমধ্যে স্কট মরিসন ও তার দল লিবারেলের প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি পরাজয় স্বীকার করে অ্যান্টনি আলবেনিজকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

মরিসন পরাজয়ের পর এক বার্তায় বলেছেন, এই দেশে এমন একটি সময়ে ক্ষমতা পরিবর্তন হলো যখন আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে আছি। বিশেষ করে যখন আমরা দেখি যে ইউক্রেনের মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছেন। আমি মনে করি আজকের রাতের মতো একটি রাতে আমরা আমাদের গণতন্ত্রের মহানুভবতার প্রতিফলন দেখাতে পারি।

তিনি আরও বলেন, আমরা একটি শক্তিশালী সরকার ছিলাম। আমরা একটি ভালো সরকারে ছিলাম। গত ৩ মেয়াদে আমাদের প্রচেষ্টার ফলে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়েছে।

বিজয়ের পর লেবার পার্টির নেতার বার্তা কী জানতে চাইলে আলবানিজ মিডিয়াকে উত্তর দেন, আমি জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই।

তিনি বলেন, মানুষ একত্রিত হতে চায়, সাধারণ স্বার্থের দিকে তাকাতে চায়। আমি মনে করি, মানুষ বিভাজনের জীবনযাপন করেছেন। তারা যা চায় তা হলো- একটি জাতি হিসেবে একত্রিত হতে এবং আমি এটিকে নেতৃত্ব দিতে চাই।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

53m ago