মার্চে রেমিট্যান্স এসেছে ১.৮৬ বিলিয়ন ডলার, ৮ মাসে সর্বোচ্চ
গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে এসেছে মার্চ মাসে। রমজানে পরিবারের বাড়তি ব্যয়ের চাহিদা মেটাতে প্রবাসী বাংলাদেশিরা বেশি পরিমাণে অর্থ দেশে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রবাসী শ্রমিকরা গত মাসে বাংলাদেশে পাঠিয়েছেন ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। গত বছর জুলাইয়ে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা।
মার্চে আসা রেমিট্যান্স এর আগের মাস ফেব্রুয়ারির তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। তবে, আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৭ শতাংশ কম।
Comments